ট্রাম্পের এশিয়া সফরের তালিকায় ভারতের নাম নাই

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হাওয়ার পর প্রথমবারের মত এশিয়া সফর করবেন। তার এই সফর সূচী চূড়ান্ত করেছে মার্কিন প্রসাশন। চলতি বছরের নভেম্বরের ৩ থেকে ১৪ তারিখ পর্যন্ত চলবে এই সফর। ট্রাম্প নিজেকে ভারতের বন্ধু বলে দাবি করলেও ১১ দিনের এই সফরে পাঁচ দেশের তালিকায় ভারতের নাম নাই।


এশিয়ার এই সফরে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এবং ফিলিপিনসে সফরের কথা রয়েছে ট্রাম্পের। এই সফরে ট্রাম্প আমেরিকার অর্থনীতি ও নিরাপত্তাকে গুরুত্ব দিবে। এই সফরে ট্রাম্পের সঙ্গে থাকবেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম এই এশিয়া সফরে ডোনাল্ড ট্রাম্প চিন, জাপান,দক্ষিণ কোরিয়া সহ পাঁচটি দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করবে। কারণ উত্তর কোরিয়াকে চাপে রাখার জন্য এই কৌশল। এশিয়া সফরে এলেও এই মূহুর্তে মার্কিন প্রেসিডেন্ট নিজে ভারতে আসতে পারচ্ছেন না। অবশ্য মার্কিন প্রেসিডেন্টের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প আগামী নভেম্বরে হায়দারাবাদে গ্লোবাল সামিটে আসার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *