এয়ার ফ্রান্স বিমানের ইঞ্জিন অচল হলো আটলান্টিক মহাসাগরের ওপরে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

প্যারিস থেকে লস অ্যাঞ্জেলেসগামী এয়ার ফ্রান্সের একটি বিমান আটলান্টিক মহাসাগরের ওপরে থাকা অবস্থায় ইঞ্জিনের কিছু অংশ ভেঙ্গে পড়লে বিমানটি জরুরী অবতরণ করতে বাধ্য হয়।

গ্রিনল্যান্ড পার হয়ে সামনে যাবার সময় বিমানটির চারটি ইঞ্জিনের একটি অচল হয়ে পড়ে। এসময় বিমানটিতে ৪৯৬ জন যাত্রী এবং ২৪ জন ক্রু ছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয় নাই। এ সময় বিমানটি হঠাৎ নড়ে উঠে ও বিকট শব্দ করে। এতে যাত্রীরা ভয়ে আতস্কগ্রস্থ হয়ে পড়েছিল। তবে ৩০ সেকেন্ডের মধ্যে বিমানটি স্থিতিশীল হয়। পাইলটরা খুব দ্রুত ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি বন্ধ করে দেন।

বিমানটি তিনটি ইঞ্জিনের সাহায্যে প্রায় দেড় ঘণ্টা উড়ে কানাডার পূর্বাঞ্চলে ল্যাব্রেডর বিমানবন্দরে অবতরণ করে। বিমানটির ইঞ্জিনের সামনের অংশটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে এবং ডানার ওপরের অংশও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিমানবন্দরটি ছোট হওয়ায় বড় বিমান দেখভাল করার মত উপযুক্ত না হওয়ায় যাত্রীরা বিমানের ভেতরেই আটকে রয়েছেন। মন্ট্রিল থেকে এয়ার ফ্রান্সের দুটি বিমান এসে যাত্রীদের গন্তব্যে পৌছে দেবার কথা রয়েছে। সূত্রঃ বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *