বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হল ৩২০ রানে
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মমিনুল আর মাহমুদুল্লার উভয়ের হাফ সেন্সুরীর ওপর ভর করে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হল ৩২০ রানে। মমিনুল ১৫০ বল খেলে ১২ চারের সাহায্যে ৭৭ রান করে ক্যাচ দিয়ে আউট হন। অপরদিকে মাহমুদুল্লাহ ১২৪ বল খেলে ১১ চারের সাহায্যে ৬৬ রান করে আউট হন।
এ ছাড়া লিট দাস ওয়ানডে মেজাজে খেলে ২৯ বলে ২৫ রান করে আউট হন। মুশফিকুর রহিম ৪৪ ও তামিম ইকবাল করেন ৩৯ রান। ৪৬ বলে ৩০ রান করেন সাব্বির রহমান। তবে দক্ষিন আফ্রিকার ৪৯৬ রান তাড়া করে ৩২০ রান করা নেহায়েত কম না।
স্কোরঃ দক্ষিন আফ্রিকা ১ম ইনিংসঃ ৪৭৬/৩ ডি.
বাংলাদেশ ১ম ইনিংসঃ ৩২০/১০
শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিন আফ্রিকা ২য় ইনিংসের খেলা খেলছে।