রাখাইনে জাতিসংঘের সফর হঠাৎ বাতিল করে দিয়েছে মিয়ানমার সরকার
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাখাইন রাজ্যে জাতিসংঘ প্রতিনিধি দলের নির্ধারিত সফর বাতিল করে দিয়েছে মিয়ানমার সরকার। এই সফর বাতিল করার পিছনে মিয়ানমার সরকার কোনো কারনও দেখাইনি। রোহিঙ্গা মুসলমানরা রাখাইন ছেড়ে কেন বাংলাদেশে পালিয়ে যাচ্ছে তা তদন্ত করার জন্যই সেখানে জাতিসংঘ প্রতিনিধি দল যাওয়ার সিডিউল ছিল।
জাতিসংঘ অভিযোগ করে আসছে, রাখাইনে মিয়ানমার সরকার ‘জাতিগত নিধন’ অভিযান চালাচ্ছে। কোনো কোনো মাবাধিকার সংস্থা ও দেশ বলছে মিয়ানমারে গনহত্যা হচ্ছে। তবে মিয়ানমার সরকার এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী ২৫শে অগাষ্টের পর থেকে এ পর্যন্ত ৪ লক্ষ ৭০ হাজার রোহিঙ্গা নারী, পুরুষ, শিশু প্রান বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।