বিশ্বের সবচেয়ে বেশী ওজনের ইমাম আব্দুল আতি মারা গেছেন
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিশ্বের সবচেয়ে স্থূলকায় মহিলা মিশরের ইমাম আব্দুল আতি (৩৭) মারা গেছেন। ২৫শে সেপ্টেম্বর আবুধাবীর বুরজিল হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় তিনি মারা যান। তার ওজন ছিল ৫০০ কেজি। গেল ফেব্রুয়ারীতে তার চিকিৎসার জন্য ভারতের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। এখানে চিকিৎসার পর তার ওজন কমে ৩২৩ কেজি হয়েছিল।
ভারত থেকে পরে তাকে আবুধাবীর বুরজিল হাসপাতালে নেওয়া হয়। এই হাসপাতালে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক তার চিকিৎসা করে। অবশেষে নানা জটিলতায় হাসপাতালেই তার মৃত্যু হয়। মিশরের আলেকজান্দ্রিয়ার বাসিন্দা ইমান এই বিপুল ওজনের কারণেই দু’দশকেরও বেশি সময় ধরে বাড়ির বাইরে বের হতে পারেননি।