বাংলাদেশ- সাউথ আফ্রিকা সিরিজের ১ম টেষ্ট কাল
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ বনাম দক্ষিন আফ্রিকা টেষ্ট সিরিজের ১ টেষ্ট। কাল বাংলাদেশ সময় দুপুর ২টায় খেলাটি শুরু হবে। বহুল প্রতিক্ষিত এই খেলাটির জন্য বাংলাদেশ অধির আগ্রহে অপেক্ষা করছে। এই টেষ্টকে নিয়ে আশা-নিরাশার গল্প চলছে দেশের সর্বত্র।
টেষ্ট ইতিহাসে দক্ষিন আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের কোন জয় নাই। তবে বাংলাদেশ দল বর্তমান সময়ে অনেকটা এগিয়েছে। বাংলাদেশের জন্য কিছুটা চিন্তার বিষয় হল তামিম ও সৌম্যের ইনজুরি। এ দুজন কালকের ম্যাচে খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত না। অপরদিকে ওয়ার্ল্ড সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান ছুটিতে থাকায় এ ম্যাচ খেলতে পারছেন না।
সফরে বাংলাদেশ দল দক্ষিন আফ্রিকার সাথে ২টি টেষ্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-২০ ম্যাচ খেলবে।