ইসরাইলে সরাসরি আঘাত হানতে পারে এমন একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইরান
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সম্প্রতি ইরান একটি মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যার পাল্লা ২০০০ কিলোমিটার। এটি সরাসরি ইসরাইলে আঘাত হানতে পারবে বলে ইসরাইলের মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। তিনি তার টুইটে এ তথ্য তুলে ধরেন। ক্ষেপণাস্ত্রটির নাম রাখা হয়েছে খোররমশাহ। ইরানের টিভিতে এর উৎক্ষেপণের দৃশ্য দেখানো হয়। তবে পরীক্ষাটি ঠিক কবে বা কখন চালানো হয়েছে তা স্পষ্ট নয়।
এই তথ্য টুইট করার আগে জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণেও ট্রাম্প ইরানের সমালোচনা করেন। তিনি বলেন ইরান উত্তর কোরিয়াকে সহযোগিতা করছে। আর এর মধ্য দিয়ে ইরানও জানিয়ে দিয়েছে উত্তর কোরিয়ার মত ইরানও কোন চাপের কাছে মাথা নত করবে না। ক্ষেপনাস্ত্র পরীক্ষা করার জন্য ইরানকে কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। এই ক্ষেপনাস্ত্রটি এমন যে এর মাথায় একাধিক বোমা বসান সম্ভব।