বাংলাদেশ প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটে ৩০৬ রান করে ইনিংস ঘোষনা করে
স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দক্ষিন আফ্রিকা সফরে বাংলাদেশ ক্রিকেট সাউথ আফ্রিকা ইনবাইটেশন একাদশের সাথে টস জিতে ব্যাট করে ৭ উইকেটে ৩০৬ রান করে ইনিংস ঘোষণা করে। তামিম ইকবাল ৫ রান করে আহত হয়ে ফিরে যান। তারপর সৌম্য সরকার ও ইমরুল কায়েস দলীয় রান নিয়ে যান ৮৪। এ সময়ে ইমরুল কায়েস ৩৪ রান করে আউট হন।
দলীয় ৯২ রানের মাথায় ব্যক্তিগত ৪৩ রান করে আউট হন সৌম্য সরকার। তারপর দলীয় ২১১ রানের মাথায় ব্যক্তিগত ৬৮ রান করে আউট হন মোমিনুল হক। তারপর শূন্য রানে আউট হন মাহমুদুল্লাহ। মুশফিকুর রহিম আউট হন ৬৩ রান করে। তারপর শূন্য রানে ফিরে যান লিটন দাস। তারপর সপ্তম উইকেটের পতন ঘটে দলীয় ২৭২ রানে। সব শেষ দলীয় রান দাঁড়ায় ৭ উইকেটে ৩০৬। সাব্বির রহমান অপরাজিত করেন ৫৮ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত সাউথ আফ্রিকা ইনবাইটেশন একাদশ ১ উইকেট হারিয়ে ২১ রান করে।