এ পর্যন্ত ১৩১২ জন শিশু সনাক্ত করা গেছে যারা বাবা-মা ছাড়াই কক্সবাজারে আশ্রয় নিয়েছে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মিয়ানমারে মা-বাবা কিংবা কোন আত্নীয় ছাড়াই সীমান্ত পেড়িয়ে কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে এমন ১৩১২ শিশুকে সনাক্ত করেছে সেখানে কর্মরত এনজিওগুলি। ধারনা করা হচ্ছে মিয়ানমার বাহিনী এদের বাবা-মাকে মেরে ফেলেছে। এদের অনেকের বয়স মাত্র ৩-৪ বছর। ওরা চিনে অথবা ওদেরকে চিনে এ পর্যন্ত এমন কাউকে খোজে পাওয়া যাচ্ছে না।
জানা যায়, কক্সবাজারে যত শরনার্থী এসেছে তার মধ্য ৪০ শতাংশ শিশু রয়েছে। ইউনিসেফের কর্মকর্তারা বলছেন এসব শিশুরা নিজের কিংবা পরিচিত না হলেও কোনও না কোনও পরিবারের সাথেই বাংলাদেশে প্রবেশ করেছে। তাই সেখানে রেখেই তাদের সহায়তার চেষ্টা করছেন তারা। মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের একজন মোহাম্মদ নুর বাংলাদেশে এসেছিলেন অনেক আগেই। তিনি বলছেন এসব শিশুদের বাবা মাকে মিয়ানমারের সেনারা মেরে ফেলেছে। সূত্রঃ বিবিসি