রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের কোন শেকড় নাই-মায়ানমারের সেনা প্রধান
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মায়ানমারের সেনা প্রধান বলেছেন, মায়ানমারে রোহিঙ্গাদের কোন শেকড় নাই। তিনি তার দেশবাসীকে রোহিঙ্গা ইস্যুতে এক থাকার আহবান জানিয়েছেন। শনিবার জেনারেল মিন অং হায়ান তার সরকারি ফেসবুক পেইজে বলেন, রাখাইন রাজ্যে অভিযানের মূল লক্ষ্য হল রোহিঙ্গা জঙ্গিদের রাখাইন রাজ্য থেকে বের করে দেওয়া, যারা ২৫শে আগস্টে পুলিশ চেক পোস্টে হামলা চালিয়েছিল। তিনি আরও বলেন, রোহিঙ্গারা স্বীকৃতি চাচ্ছে। কিন্তু তারা মিয়ানমারের জাতিগত কোন গোষ্ঠী নয়। এই সত্য প্রতিষ্ঠায় মিয়ানমারবাসীর এক হওয়া উচিত।
মিয়ানমার সেনা বাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীদের নারকীয় ও অত্যান্ত পৌচাশিক হামলা, হত্যা ও ধর্ষনের কারনে রাখাইন থেকে ইতিমধ্য প্রায় চার লক্ষ নারী-পুরুষ ও শিশু প্রান বাঁচাতে বাংলাদেশের কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। প্রতিদিনই প্রায় দশ-বিশ হাজার রোহিঙ্গা আসতেছে।