মিয়ানমারে সেনা অভিযান বন্ধে সুচীর হাতে শেষ সুযোগ-জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দুটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মিয়ানমারে রোহিঙ্গা নিধন বন্ধ করতে জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করার পর জাতিসংঘ নড়েচড়ে বসেছে। তারপরই সেনা অভিযান বন্ধ করতে জাতিসংঘ মিয়ানমারকে আহবান জানায়। গতকাল আবারও জাতিতসংঘ মহাসচিব বলেছেন, সেনা অভিযান বন্ধে সুচীর হাতে শেষ সুযোগ রয়েছে।
মিয়ানমার বাহিনী্র ব্যপক নির্যাতন, হত্যা-ধর্ষন, গ্রামের পর গ্রাম জালিয়ে দেওয়ার কারনে রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা মুসলমানরা প্রান ভয়ে পালিয়ে কক্সবাজারে এসে আশ্রয় নিচ্ছে। রোহিঙ্গা মুসলমান বসবাসকারী ৪০% গ্রামই ইতিমধ্য জালিয়ে দেওয়া হয়েছে। প্রায় প্রতিদিনই প্রান বাঁচাতে গড়ে ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। এ পর্যন্ত জাতিসংঘ হিসাব অনুযায়ী ৪ লক্ষ ৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এত ব্যপক সংখ্যক শরনার্থীকে আশ্রয় দিতে বাংলাদেশ রীতিমত হিমশিম খাচ্ছে।