স্বল্প আয়ের মানুষের কাছে ১৫ টাকা কেজি ধরে চাল বিক্রি করবে সরকার
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দেশের চালের বাজার এখন অস্থির। কৃত্রিমভাবে চালের দাম বড়ানোর চেষ্টা অব্যহত আছে সিন্ডিকেটের মাধ্যমে। অপরদিকে চালের দাম নাগালে রাখতে সরকার ব্যর্থ বলে মনে করছে ভোক্তা মহল। সরকার বলছে চালের দাম এত বাড়ার কোন কারন নাই। কিন্তু কারন না থাকলেও চালের দাম ক্রমে বেড়েই চলেছে।
চালের বাজারের এ অবস্থায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন, আগামীকাল রবিবার হতে খোলা বাজারে (ওএমএস) ১৫ টাকা কেজি ধরে চাল ও ১৭ টাকা কেজি ধরে আটা বিক্রি করবে সরকার। এর ফলে স্বল্প আয়ের মানুষ কম দামে চাল পাবে। কামরুল ইসলাম আরো বলেন যতদিন দরকার খোলা বাজারে ওএমএস এর মাধ্যমে ১৫ টাকা কেজি ধরে চাল বিক্রি অব্যহত রাখবে সরকার।
প্রাথমিকভাবে বিভাগীয় ও জেলা শহরগুলিতে এ কর্মসূচী চলবে। পরে পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানো হবে।