হালিমা ইয়াকুব সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হতে চলেছেন

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

হালিমা ইয়াকুব সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট হতে চলেছেন। তিনি বর্তমানে সিঙ্গাপুর পার্লামেন্টের স্পিকার। সম্প্রতি একমাত্র যোগ্য প্রার্থী হওয়ায় তিনিই দেশটির প্রেসিডেন্ট হবেন তা এক প্রকার নিশ্চিত। তিনি বাদে বাকী প্রার্থীরা অযোগ্য বিবেচিত হওয়ায় ২৩শে সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই একমাত্র প্রার্থী।

হালিমা ইয়াকুব মালয়েশিয়ান বংশোদ্ভূত। তার বয়স ৬২ বছর। কুইন স্ট্রিটে ১৯৫৪ সালের ২৩ আগস্ট হালিমা’র জন্ম। সিঙ্গাপুরের অষ্টম এবং প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি। যিনি বাণিজ্য সমৃদ্ধ দেশটির সর্বময় ক্ষমতার অধিকারী হবেন। তিনি সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন। ১৯৭৮ সালে তিনি একজন আইন কর্মকর্তা হিসেবে ন্যাশনাল ট্রেডস ইউনিয়ন কংগ্রেসে (এনটিইউসি) যোগদান করেন। ২০১১ সালে তিনি সিঙ্গাপুরের সামাজিক উন্নয়ন, যুব ও খেলাধুলা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন। ২০১৩ সালে তিনি দেশটির সংসদে প্রথম নারী স্পিকার নিযুক্ত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *