চাকমা এবং হাজংদের নাগরিকত্ব দেবে দিল্লি
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের অরুনাচল প্রদেশে অবস্থানরত চাকমা ও হাজংদের নাগরিকত্ব দেওয়ার ব্যপারে সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। তবে ভারতে অবস্থানরত পঞ্চাশ হাজার রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে দিল্লি। এ নিয়ে ভারতে তীব্র বিতর্ক চলছে। যে সময়ে মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর চরম অত্যাচার চলছে মিয়ানমার বাহিনীর নেতৃত্বে ঠিক সে সময়ে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্তকে মেনে নিতে পারছে না সাধারন মানুষ। এ নিয়ে চলছে তীব্র সমালোচনা।
পাকিস্তান আমলে তখনকার সরকার কাপ্তাইয়ে জলবিদ্যুৎ নির্মানের জন্য সেখানকার জমি অধিগ্রহন করলে চাকমা ও হাজংরা ভারতের অরুনাচল প্রদেশে চলে যায়। চাকমারা বৌদ্ধ আর হাজংরা হিন্দু। অরুনাচলের স্থানীয় মানুষ চাকমা ও হাজংদের নাগরিকত্ব না দেওয়ার পক্ষে। কারন তারা মনে করে তা করলে অরুনাচলে আদিবাসীরা সংখ্যা লঘু হয়ে যাবে। ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ অরুনাচলের মূখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর সঙ্গে বৈঠকের পরে এই নিয়ে সিদ্ধান্ত নিলেন। তবে নাগরিকত্ব দিলেও সব রকমের নাগরিক সুবিদা পাবেন না চাকমা ও হাজংরা। সূত্রঃ আজকাল