রোহিঙ্গা ইস্যুতে আগামীকাল জাতিসংঘের জরুরী বৈঠক বসবে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করার জন্য আগামীকাল বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরী বৈঠক বসার কথা রয়েছে। নিউ ইয়র্কে এই বৈঠক হবে। এই বৈঠকের আগে চীন আবারও মিয়ানমারের প্রতি পূর্ন সমর্থন জানিয়েছে। রাশিয়া কি প্রদক্ষেপ নেয় তা এখনো বলা যাচ্ছে না। তবে রাশিয়া বরাবরই চীনের পাশে থাকে। ফলে রাশিয়ার কাছ থেকেও ভাল কিছু আশা করা যাচ্ছে না। জাতিসংঘের ৫টি স্থায়ী সদস্য দেশের যে কোন একটি দেশ ভেটো দিলে যে কোনো প্রস্তাব নাকচ হয়ে যায়।
ব্রিটেন ও সুইডেনের অনুরোধে এ বৈঠক ডাকা হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার গতকালই রাখাইনে যা ঘটছে তাকে ‘টেক্সটবুক এথনিক ক্লিনজিং’ অর্থাৎ জাতিগত শুদ্ধি অভিযানের যা সংজ্ঞা, হুবহু তাই বলে বর্ণনা করেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর এ অভিযানকে জাতিসংঘ মানবাধিকার কমিশন জাতিগত নির্মূল অভিযান বলে বর্ণনা করেছে। অথচ চীন সেই অভিযানের প্রতি সমর্থন জানিয়েছে। এদিকে জাতিসংঘের কূটনীতিকদের উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, রোহিঙ্গা সংকটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নাক গলাক এটা চীন চায় না। গত একমাসে রোহিঙ্গা মুসলমানদের উপর মিয়ানমার বাহিনীর বর্বর হামলায় প্রান বাচাতে ইতিমধ্য প্রায় চার লক্ষ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।