প্রধানমন্ত্রীকে ভারত ও চীন সফরের পরামর্শ মির্জা ফখরুলের

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রয়োজনে প্রধানমন্ত্রীকেই বিভিন্ন দেশে যেতে হবে। সরকারকে দ্রুততার সঙ্গে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, ভারত ও চীন মিয়ানমার সরকারকে সমর্থন দিচ্ছে বলে বারবার বলা হচ্ছে। প্রয়োজনে প্রধানমন্ত্রীকে ভারত ও চীন যেতে হবে । তাদেরকে বোঝাতে হবে রোহিঙ্গা সমস্যা এ অঞ্চলে কি ভয়াবহ পরিনীতি আনতে পারে। কূটনৈতিকভাবেই এই সমস্যার সমাধান করতে হবে। তিনি আজ ইঞ্জিনিয়ারিং ইন্সস্টিটিশনে এক আলোচনা সভায় এসব কথা বলছিলেন। সংগঠনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলাদল।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সমন্ধে তিনি বলেন, ২০১৪ সালের ৫ই জানুয়ারীর মত আর নির্বাচন হতে দেওয়া হবে না। আগামী নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। নির্বাচন কমিশনকেও নিরপেক্ষ হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *