আড়াই হাজার একর জমির ওপর নির্মিত হচ্ছে রোহিঙ্গাদের জন্য আশ্রয় কেন্দ্র

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
প্রায় আড়াই হাজার একর এলাকায় রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মান করা হচ্ছে। আজই এর কাজ শুরু হয়েছে। এটি তৈরী হচ্ছে উখিয়ার বালুখালীতে। এটি নির্মিত হলে প্রায় দুই লক্ষ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া যাবে। বয়াবহ নির্যাতনের মুখে প্রান বাচাতে যে সমস্ত রোহিঙ্গারা মায়ানমার থেকে কক্সবাজারের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে তাদেরকে এ আশ্রয় কেন্দ্রে নেওয়া হবে। তাতে করে এদেরকে শৃংঙখলার মধ্যে রাখা যাবে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী মিয়ানমার বাহিনীর সাম্প্রতিক এ হামলার মুখে প্রান বাচাতে প্রায় তিন লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে।