সীমান্তে মিয়ানমার বাহিনী মৃত্যুফাদ পেতে রেখেছে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মানবাধীকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, মায়ানমার সীমান্তে মানুষ মারার মাইন পেতে রেখেছে। তারা তার প্রমান পেয়েছেন। এই মাইনগুলি এন্টি ট্যাংক মাইন নয়। এই মানুষ মারার মাইন জাতিসংঘের সনদ অনুযায়ী নিশিদ্ধ। মাানুষের পায়ের চাপ পড়লেই মাটিতে পেতে রাখা এ মাইন বিস্ফোরিত হয়। এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আরো বলেছে, মিয়ানমার সীমান্তে পেতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে গত সপ্তাহে কমপক্ষে তিন জন বেসামরিক লোক আহত হয়েছে এবং একজন লোক নিহত হওয়ারও খবর পাওয়া গেছে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে এখন প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা মুসলিম মায়ানমার বাহিনীর বর্বর হামলার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসছে। মিয়ানমারে সৈন্যরা যে মাইন পাতছে সে দৃশ্যো তারা দেখেছে বলে জানিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।