রবিবারের মধ্যে ঘূর্নিঝড় ইরমা ফ্লোরিডায় আঘাত করতে পারে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আগামী রবিবারের মধ্য ঘূর্নিঝড় ইরমা ফ্লোরিডায় আঘাত আনতে পারে বলে সেখানকার আবহাওয়াবিদরা ধারনা করছেন। এই ঝড় ইতিমধ্যই ক্যারিবীয় দ্বীপপুঞ্জের বারমুডাসহ অন্যান্য দ্বীপে ব্যপক ধংসযজ্ঞ চালিয়ে আরোও শক্তি সঞ্চয় করে ফ্লোরিডা উপকুলের দিকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্য ফ্লোরিডায় জরুরী অবস্থা জারি করা হয়েছে। ফ্লোরিডা উপকুল থেকে মানুষজনকে সড়িয়ে নেওয়া হচ্ছে।
আমেরিকার সরকার ফ্লোরিডার রিসর্ট সেন্টারগুলি ইতিমধ্য সাময়িক বন্ধ করে দিয়েছে। মাত্র ৯৯ ডলারে বিমানের টিকেট বিক্রি করা হচ্ছে যাতে করে লোকজন দ্রুত সরে যেতে পারে। এই ঝড় ফ্লোরিডায় ৩০০ কিলোমিটার বেগে আঘাত এনে ব্যপক ধংসযজ্ঞ চালাতে পারে বলে সেখানকার প্রসাশন ধারনা করছে। এতে প্রায় ২ থেকে ৩ কোটি লোক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।