ঢাকা উত্তরের মেয়র আনিসুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
আজ সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে নিয়ে নানা রকম অপপ্রচার ছড়িয়ে পড়েছিল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাউল ইসলাম জানিয়েছেন আনিসুল হকের অবস্থা উন্নতিরদিকে। প্রতিদিনই তার অবস্থার উন্নতি হচ্ছে। আনিসুল হকের স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন, আনিসুল হকের অবস্থা প্রতিদিনই উন্নতি হচ্ছে। তিনি এখন একটু একটু চোখ খুলে সাড়া দিচ্ছেন। ডাক্তারদের ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করছেন। তার ভেন্টিলেশনও খুলে দেওয়া হয়েছে। তিনি নিজ থেকেই শ্বাস নিতে পারছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিসুল হককে নিয়ে নানা অপপ্রচারে তারা মর্মাহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তারা আনিসুল হকের দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।