মায়ানমারের প্রতি চার মুসলিমদেশ সামরিক অভিযান বন্ধের আহবান জানিয়েছে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের আহবান জানিয়েছে বাংলাদেশসহ ৪টি মুসলিম দেশ। দেশগুলি পৃথক পৃথকভাবে মায়ানমারের প্রতি এ আহবান জানিয়েছে। অন্য দেশগুলি হল পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।

জাতিসংঘের বিশেষ র‍্যাপোটিয়ার ইয়াংগি লি এবং নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই উভয়েই মিয়ানমারের নেত্রী অং সান সুচির প্রতি এ সহিংসতার নিন্দা জানানোর আহবান জানিয়েছেন। এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে রোহিঙ্গা মুসলিমদের উপর ব্যপক হামলা, হত্যা ও গ্রামের পর গ্রাম জালিয়ে দিয়ে রোহিঙ্গাদের দেশ ত্যগে বাধ্য করাতে তীব্র নিন্দা জানিয়েছেন। এ বিষয়ে আলোচনার জন্য আজ ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করার কথা রয়েছে। রোববার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার মিয়ানমার দূতাবাস লক্ষ্য করে একটি ছোট পেট্রল বোমা ছোঁড়া হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নজিব রাজ্জাক এক টুইট বার্তায়, মিয়ানমার এবং এ অঞ্চলের কল্যাণের স্বার্থে রোহিঙ্গা ভাই-বোনদের এই গুরুতর দুর্দশার অবসানের আহ্বান জানান। এদিকে মালদ্বীপ জানিয়েছে, এ অবস্থার পরিপেক্ষিতে তারা মিয়ানমারের সাথে সব সম্পর্ক ছিন্ন করবে। মধ্য এশিয়ার কিরগিজিস্তানে মিয়ানমারের সাথে একটি ফুটবল ম্যাচও বাতিল করা হয়েছে।

গত কয়েকদিনের হামলায় প্রায় ৯০ হাজার রোহিঙ্গা মুসলমান নারী শিশুসহ সীমান্ত পাড়ি দিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাদেশে প্রবেশ করেছে। টেকনাফের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় এদের আশ্রয় দেওয়া হয়েছে। প্রতিদিনই হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *