চাপ সামলে দিনশেষে ৬ উইকেটে ২৫৩ রান করেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ২য় ও শেষ টেস্টে চাপ সামলে প্রথম দিন শেষে বাংলাদেশ ৬ উইকেটে ২৫৩ রান করেছে। মুশফিকুর রহিম ৬২ ও নাসির হোসেন ১৯ রানে অপরাজিত রয়েছেন। অস্ট্রেলিয়ার পক্ষে নাথান লায়ন একাই ৫ উইকেট নিয়েছেন।

এর আগে বাংলাদেশ টস জিতে ব্যাটিং করতে নেমে দলীয় ১৩ রানের মাথায় ব্যক্তিগত ৯ রান করে এলবিডাব্লিও হয়ে আউট হন তামিম ইকবাল। দলীয় ২১ রানের মাথায় ব্যক্তিগত ৪ রান করে আউট হন ইমররুল কায়েস। এ অবস্থায় বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ। চাপ সামলে সৌম্য সরকার ও মুমিনুল হক রানের গতি সচল রাখেন। এ অবস্থায় দলীয় ৭০ রানের মাথায় ব্যক্তিগত ৩৩ রান করে তামিম-ইমরুলের মত এলবিডাব্লিও হয়ে আউট হন সৌম্য সরকার।

চতুর্থ উইকেটের পতন ঘটে দলীয় ৮৫ রানের মাথায়। এ সময়ে ব্যক্তিগত ৩১ রান করে মমিনুল এলবিডাব্লিও হয়ে আউট হন। ২৪ রান করে ১১৭ রানের মাথায় আউট হন সাকিব আল হাসান। এর পর মুশফিকুর রহিম ও সাব্বির রহমান দলকে এগিয়ে নিয়ে যান। দলীয় ২২২ ও ব্যক্তিগত ৬৬ রান করে আউট হন সাব্বির রহমান। স্পিন নির্ভর উইকেটে বাংলাদেশ ভালভাবেই প্রথমদিন পার করেছে। দলে ফিরে এসেছেন মমিনুল আর বাদ পড়েছেন সফিউল ইসলাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *