বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা পালিত, কাল বাংলাদেশে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আজ মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল আজহা পালিত হয়েছে। বাংলাদেশেরও অনেক স্থানে সৌদি আরবের সাথে মিল রেখে আজ ঈদুল আজহা পালিত হয়েছে।  তবে বাংলাদেশে আগামীকাল শনিবার ঈদুল আজহা পালিত হবে।

রাজধানী শহর থেকে গ্রামে ঈদ করতে চলে যাওয়ায় রাজধানী একরকম ফাকা রুপ ধারন করেছে। রাজধানীর মার্কেটগুলিতে ঘুরে দেখা যায় অধিকাংশ দোকানই ক্রেতাশূন্য। ক্রয় দামে বিক্রি হচ্ছে ঈদের পোষাক। বাসটার্মিনালগুলোও যাত্রীদের তেমন ভিড় চোখে পড়েনি। খুব অল্প সংখ্যক গনপরিবহন চলাচল করতে দেখা যায় ঢাকা শহরে। প্রাইভেট গাড়ীর সংখ্যাও অনেক অনেক কম।

এবারে ইন্ডিয়ান গরুর সরবরাহ কম হওয়ায় কোরবানীর পশুর দাম বেশ চড়া। ঢাকার অনেক হাটেই দেখা যায় ক্রেতার তুলনায় পশুর স্বল্পতা। ক্রেতারা পছন্দমত পশু না পাওয়ায় এক হাট থেকে আরেক হাটে ছুটছে। তবে দাম দিয়ে হলেও মানুষ কোরবানীর পশু কিনে বাড়ি ফিরছে। অপর দিকে দাম বেশী পাওয়ায় বেজাই খুশী বিক্রেতারা।

ঈদ উপলক্ষে সরকারী ভবন ও গুরুত্বপূর্ন স্থাপনাগুলোতে আলোক সজ্জার ব্যবস্থা করা হয়েছে। এবার ঈদে মোটামুটি নিরাপদেই মানুষ ঈদ করতে বাড়ী ফিরছে। দেশবাসী আগামীকাল পবিত্র ঈদুল আজহা পালন করতে সম্পূর্ন প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *