অসম প্রেম কাহিনী নিয়ে তৈরী টিভি সিরিয়াল ‘পেহরেদার পিয়া কি’ নিষিদ্ধ হলো ভারতীয় টেলিভিশনে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

অসম প্রেমের কাহিনী নিয়ে চালু  টিভি সিরিয়াল ‘পেহরেদার পিয়া কি’ নিষিদ্ধ করা হয়েছে ভারতীয় টিভি চ্যানেল গুলিতে। গত জুলাই মাসে এ সিরিয়ালটি ভারতীয় টিভি চ্যানেল গুলিতে দেখানো হচ্ছিল। এ নাটকটির কাহিনী হল ৯ বছরের একটি বালকের সাথে ১৮ বছরের এক রাজকুমারীর অসম প্রেমের কাহিনী নিয়ে। শুরু থেকেই এ সিরিয়ালের বিরুদ্ধে সেদেশের সচেতন নাগরিক সমাজ সিরিয়ালটি না দেখানোর জন্য বিভিন্ন মাধ্যমে অভিযোগ করতে থাকে। সিরিয়ালটি প্রদর্শন করছিল সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন।

সিরিয়ালটিতে দেখা যায়, নয় বছরের বালকের প্রেমে পড়ে যায় ১৮ বছরের এক রাজ কুমারী।  বালকটি এক সময় প্রাপ্ত বয়স্ক প্রেমিকের মত আচরন শুরু করে। আর এই জন্য ক্ষেপে যায় সিরিয়ালটির দর্শকরা।  সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা মাধ্যমে এর বিরুদ্ধে চলে তীব্র প্রতিবাদ। ভারতীয় দর্শকরা ধারনা করছেন এ সিরিয়াল বাল্য বিবাহকে প্রভাবিত করছে। শেষমেষ উপর থেকে নিষেধাজ্ঞা আসায় কর্তৃপক্ষ সিরিয়ালটি প্রদর্শন বন্ধ করতে বাধ্য হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *