সম্পদের হিসাব না দেওয়ায় রানা প্লাজার রানার ৩ বছরের জেল
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
দূর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রানা প্লাজার মালিক রানাকে ৩ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কে এম ইমরুল কায়েস মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন। সম্পদের হিসাব দাখিল না করায় তাকে এ দণ্ড দেয়া হয়। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সম্পদের হিসাব দাখিল না করায় দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম রমনা থানায় রানার বিরুদ্ধে ২০১৫ সালের ২মে মামলাটি করেন। মামলাটি তদন্ত করে ২০১৬ সালের ১ আগস্ট রানার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় উক্ত আদালতে। আর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় ২০১৭ সালের ২৩ মার্চ।