রাখাইন রাজ্য আবারও উত্তপ্ত, সংঘর্ষে নিহত ৮৯
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মিয়ানমারের রাখাইন রাজ্য আবারো উত্তপ্ত হয়ে উঠছে। বৃহস্পতিবার সেখানে ব্যপক সংঘর্ষ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে সেখানে সরকারী বাহিনীর সাথে রোহিঙ্গাদের সংঘর্ষে এ পর্যন্ত ৮৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দ্য আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (এআরএসএ) এই হামলার দায় স্বীকার করে আরো হামলা চালানোর হুমকি দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মিয়ানমারের নেত্রী ও দেশটির স্টেট কাউন্সেলর অং সান সুচি।
প্রায় এক হাজারের মত বিদ্রুহী সদস্য এ হামলায় অংশ নিয়েছে বলে জানিয়েছে দ্য আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (এআরএসএ) এর নেতা আতা উল্ল্যা। তারা ত্রিশটি পুলিশ চেক পোষ্ট ও একটি সেনা ঘাটিতে একযুগে হামলা চালিয়ে ১০ জন পুলিশ সদস্য ও একজন সেনা সদস্যকে হত্যা করেছে্ন বলে জানিয়েছেন। প্রায় দেড়শ রোহিঙ্গা বিদ্রুহী একটি সেনা ক্যাম্পে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। বিদ্রুহীরা জানিয়েছেন এ হামলা তারা অব্যহত রাখবেন। মিয়ানমারের সরকারী সুত্র থেকে জানানো হয়েছে সরকারী বাহিনীর পাল্টা হামলায় ৭৭ জন বিদ্রুহী নিহত হয়েছে।
এদিকে এ হামলার পর রাখাইন রাজ্য থেকে শত শত রোহিঙ্গা নারী-পুরুষ নাফ নদী পাড়ি দিয়ে টেকনাফে আসার জন্য জড়ো হয়েছে। ইতিমধ্য ১৪৬ রোহিঙ্গা টেকনাফে ঢোকার চেষ্টাকালে বিজিবি তাদের ফেরত পাঠিয়েছে। তারা ছোট ছোট নৌকা দিয়ে টেকনাফে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সীমান্ত সংলগ্ন বাংলাদেশীরা জানাচ্ছেন তারা রাখাইন রাজ্য ব্যপক গুলি বর্ষনের আওয়াজ শুনেছেন।