বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ আগামীকাল ২৭শে আগস্ট শুরু

স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আগামীকাল রবিবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম অস্ট্রলিয়ার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। খেলাটি শুরু হবে মিরপুর স্টেডিয়ামে সকাল ১০টায়। কোন রকম প্রস্তুতি ম্যাচ ছাড়াই অস্ট্রেলিয়া স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে। বাংলাদেশ অতীতের তুলনায় বর্তমানে অনেক ভাল খেলছে। অর্থাৎ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টেস্ট ও ওয়ানডে দুই ফরমেটেই অনেক উন্নতি লাভ করেছে। তাই আশা করা যাচ্ছে বাংলাদেশ হোম কন্ডিশনে ভাল খেলবে। অপরদিকে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার রেকর্ড খুব একটা ভাল না। মিরপুর স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার খেলার অভিজ্ঞতাও কম। তাই এ ক্ষেত্রে বাংলাদেশই এগিয়ে থাকবে।

বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন টেস্ট কেপ্টেন উইকেট কিপার মুসফিকুর রহিম। সম্ভাব্য একাদশ-(১) তামিম ইকবাল (২) সৌম্য সরকার (৩) ইমরুল কায়েস (৪) মুশফিকুর রহিম (৫) সাকিব আল হাসান (৬) সাব্বির রহমান (৭) নাসির হোসেন (৮) মেহেদী হাসান মিরাজ (৯) তাজুল ইসলাম (১০) সফিউল ইসলাম ও (১১) মোস্তাফিজুর রহমান।

অপরদিকে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দিবেন স্টিভেন স্মিথ। সম্ভাব্য একাদশ-(১) ডেবিড ওয়ার্নার (২) মেট রেনস (৩) স্টিভেন স্মিথ (৪) ওসমান খাজা (৫) পিটার হেন্ডসকম (৬) গ্লেন ম্যাক্সওয়েল (৭) ম্যাথিও ওয়েড (৮) এস্টন এগার (৯) পেট কিউমিনিস (১০) জস হেজেলওড ও (১১) নাথান লায়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *