ঢাবির সুফিয়া কামাল হলে সালোয়ারের ওপর গেঞ্জি পড়া নিষিদ্ধ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে সালোয়ারের ওপর গেঞ্জি পড়া নিষিদ্ধ করেছে হল কর্তৃপক্ষ। সম্প্রতি হল কর্তৃপক্ষ এ নোটিশটি জারি করেছে। নোটিশে বলা হয়, ‘হলের ভেতর দিন বা রাত হোক, কখনোই ছাত্রীদের অশালীন পোশাক (সালোয়ারের ওপর গেঞ্জি) পরা যাবে না। এ পোশাকে হলের কার্যালয়ে কোনো কাজের জন্য ঢোকা যাবে না। কেউ যদি তা করেন, তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হল কর্তৃপক্ষ বিধিমোতাবেক ব্যবস্থা নেবে।’
তবে এই নোটিশ জারি হওয়ার পর ছাত্রীদের মধ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা চলছে।