রাজধানীতে চলাচলকারী গাড়ী সমূহকে ৪৮ ঘন্টার মধ্য হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

রাজধানীতে চলাচলকারী যানবাহন সমূহকে ৪৮ ঘন্টার মধ্য হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।  পাশাপাশি ২৭শে আগষ্টের পর কেউ হাইড্রোলিক হর্ন ব্যবহার করলে সে গাড়ী জব্দের নির্দেশও দিয়েছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মনজিল মোরশেদ ৪৮ ঘন্টার মধ্য হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশনা চেয়ে এক রিট আবেদন করলে আদালত এই রায় দেয়।

রিট আবেদনে তিনি বলেন, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোন যন্ত্র ব্যাবহার করা যাবেনা যা শব্দ দূষণের সৃষ্টি করে। কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। বিচারপতি রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ শুনানী শেষে আজ বুধবার এ আদেশ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *