অবশেষে ক্রিকেট অস্ট্রলিয়া দল এখন ঢাকায়

স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

অবশেষে ক্রিকেট অস্ট্রলিয়া দল ঢাকায় পৌছেছে। নিরাপত্তা জনিত কারন দেখিয়ে এর আগে বেশ কয়েকবার বাংলাদেশ সফর বাতিল করেছিল ক্রিকেট অস্ট্রলিয়া। ২০১৫ সালে তাদের বাংলাদেশ সফরের কথা ছিল। তারা আগে থেকেই না আসার তালবাহানা করতেছিল। এমতাবস্থায় সেসময় রাজধানীর গুলশানে এক ইটালিয়ান নাগরিক সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে নিরাপত্তার অজুহাতে তারা সে সফর বাতিল করেছিল। তারপর দীর্ঘ জল্পনা কল্পনার পর অবশেষে দুই ম্যাচ সিরিজের টেষ্ট খেলতে তারা ঢাকায় পৌছেছেন গেল রাতে।

স্টিভেন স্মিথের নেতৃত্বে আসা দলটিকে হযরত শাহজালাল বিমান বন্দরে ফুলেল সম্ভরধনা জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে। কঠোর নিরাপত্তা বলয়ে তাদের পৌছে দেওয়া হয় হোটেলে যেখানে সফরের সময় তারা থাকবেন। অপরদিকে অগ্রবর্তী অস্ট্রলিয়ান নিরাপত্তা দলও এখন ঢাকায় রয়েছে। সারা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা মুখিয়ে আছে এই সিরিজের খেলাগুলি দেখার জন্য। এখন শুধু অপেক্ষার পালা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *