বিখ্যাত আইফেল টাওয়ারের আলো নিভে যাবে
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিশ্ব বিখ্যাত আইফেল টাওয়ারের আলো ১৫ মিনিটের জন্য নিভিয়ে দেওয়া হবে। ফলে ঐতিহাসিক এ টাওয়ারটি অন্ধকারে ঢেকে থাকবে ১৫ মিনিটের জন্য। শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত নেভানো থাকবে আইফেল টাওয়ারের সব বাতি। সিটি অফ লাইটস ঢেকে যাবে অন্ধকারে।
বৃহস্পতিবার স্পেনের লা রামব্লায় বেপরোয়া ভ্যান পিষে দেয় ১৩ জনকে। তাঁদেরই সম্মান জানাতে এবং পরিবারের দুঃখ ভাগ করে নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।