ফিলিপিন্সে অভিযান চালিয়ে মাদক মাফিয়া নিধনযজ্ঞ চলছে
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ফিলিপিন্সের পুলিশ সে দেশের মাদক ব্যবসায়ী নিধনে ব্যাপক অভিযান চালাচ্ছে। মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৩২জনকে খতম করা হয়েছে। ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ক্ষমতায় আসার পর থেকে মাদকের বিরুদ্ধে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছেন। গত একবছরে এক হাজারের অধিক মাদক ব্যবসায়ী বা মাদক মাফিয়া নিহত হয়েছে সে দেশে।
বুধবার ২৪ ঘন্টা ধরে রাজধানী ম্যানিলার উত্তরে বুলাকান প্রদেশে পুলিশের অভিযান চলে। স্থানীয় বাসিন্দারা জনপ্রতিরোধ গড়ে তোলায় দুষ্কৃতীকারীদের নিধন করতে পুলিশকে কিছুটা বেগ পেতে হয়েছিল। এ অভিযানে একশোরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ বিপুল পরিমাণে অবৈধ মাদক ও অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে বলে মিডিয়ার মাধ্যমে জানা গেছে। তবে এ নিয়ে দুতার্তের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ উঠছে। অনেকে এ অভিযোগও করছে যে, পুলিশ টাকার বিনিময়ে হত্যা করছে। পুলিশ বলছে, অভিযানে মাদক ব্যবসায়ীরা বল প্রয়োগ করে বাধা সৃষ্টি করলেই তারা অস্ত্র ব্যবহার করতে বাধ্য হচ্ছে।