দেশের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
নদ-নদীর পানি কমতে থাকায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। দেশের বিভিন্ন স্থানে নদ-নদীর ৯০টি পয়েন্টের মধ্যে ৪৬টি পয়েন্টে পানি হ্রাস পেয়েছে বলে জানা গেছে। অপরদিকে ৪৩টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে ও ১টি নদীর পানি অপরিবর্তিত আছে।

সর্বশেষ পর্যবেক্ষনে দেশের ২৮টি পয়েন্টে নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। এদিকে ঢাকার চারপাশের ৫টি নদীর পানি বিপৎসীমার ১৫ সে.মি. থেকে ১২০ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এ নদীগুলোর পানি বৃদ্ধি অব্যহত আছে। দেশের দক্ষিণ-মধ্যাঞ্চলের মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মুঞ্জিগঞ্জ ও শরীয়তপুরের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতিশীল থাকবে।
আজ এসব তথ্য জানা গেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বৃষ্টিপাত ও নদ-নদীর অবস্থা সংক্রান্ত তথ্য এবং বিশেষ বন্যা সর্তকীকরণ বুলেটিন-৭ থেকে।