ভারতের দশ বছরের ধর্ষিতা শিশু কন্যা সন্তানের জন্ম দিল
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতে দশ বছর বয়সী ধর্ষিতা বালিকা আজ এক কন্যা সন্তানের জন্ম দিয়েছে।সেই নাবালিকাকে গত সাত মাস ধরে তারই অত্যন্ত নিকটাত্মীয় একজন চাচা বহুবার ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে মামলা হলে ধর্ষণকারীকে গ্রেপ্তার করা হয়। সে এখন জেলহাজতে আছে। সেদেশের সুপ্রিম কোর্ট কিছুদিন আগে মেয়েটির গর্ভপাতের অনুমতি দেয়নি। কারন এই পর্যায়ে গর্ভপাত ঘটালে মেয়েটির প্রানহানীর প্রকট সম্ভাবনা ছিল। অপরদিকে ডাক্তারাও গর্ভপাত না করার পক্ষে মত দিয়েছিল বিধায় সুপ্রিমকোর্ট গর্ভপাত না করাতে আদেশ দেয়।আজ চন্ডীগড়ের এক সরকারি হাসপাতালে ওই ধর্ষিতা বালিকার সন্তানের জন্ম দেওয়ানো হয় সিজারিয়ানের মাধ্যমে। ২.৫ কিলোগ্রাম ওজনের সদ্যোজাত শিশুটি ও তার মা – দুজনেই শারীরিকভাবে সুস্থ আছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। কিন্তু মেয়েটি নাকি এখনও জানে না যে সে একটি সন্তানের জন্ম দিয়েছে। সিজার করার সময় তাকে বলা হয়েছিল যে তার পেটে একটা বড় পাথর থাকায় সেটি ওপারেশন করে বেড় করা হবে।