১৫ই আগস্টে ব্যপক প্রাণনাশ ঘটানোর টারগেট ছিল জঙ্গিদের

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

১৫ই আগস্ট উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে লোকসমাগমে মিছিল নিয়ে ঢুকে পড়ে সেখানে বোমা ফাটিয়ে ব্যপক প্রানহানি ঘটনোর পরিকল্পনা ছিল জঙ্গিদের। আর এ পরিকল্পনা আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ব থেকে তথ্য পেয়ে তা নস্যাৎ করে দিয়েছে। পুলিশের আইজি এ কে এম শহীদুল হক আজ এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

কাউন্টার টেররিজম ইউনিট আগে থেকে তথ্য পেয়ে পান্থপথে অবস্থিত হোটেল ওলিও ইন্টারন্যাশনালে তল্যাশী চালায়। তল্লাশির এক পর্যায়ে একটি রুম থেকে সারা পাওয়া যায়। তাতে সেখানে জঙ্গির উপস্থিতি টের পাওয়া যায়। ভিতরে অবস্থানরত জঙ্গিকে সারেন্ডার করতে বললে সে তা করেনি। এক পর্যায়ে পুলিশ বাধ্য হয়ে অপারেশন শুরু করলে সে বোমার বিস্ফোরণ ঘটায়।।  এসময় বোমায় হোটেলের ৩০১ নম্বর রুমের দেয়াল উড়ে যায়। তারপর সে আরেকটি বোমার বিস্ফোরন ঘটাতে গেলে পুলিশ তাকে গুলি করে। তার সাথে সুইসাডাল ভেস্ট ছিল। নিহত জঙ্গির নাম সাইফুল ইসলাম বলে জানা গেছে। খুলনার ডুমুরিয়ায় তার বাড়ি। তার বাবা স্থানীয় একটি মসজিদের ঈমাম। নিহত সাইফুল মাদ্রাসা থেকে পাস করে খুলনা বিএল কলেজে ভর্তি হয়। এই কলেজে সে ছাত্রশিবিরের রাজনীতি করতো।

Leave a Reply

Your email address will not be published.