মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারো সেনা মোতায়েন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে আবার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে দেশটির সেনা সুত্রে জানা যায়। বাংলাদেশ লাগোয়া কয়েকটি শহরে এই সেনা মোতায়েন করা হয়। কয়েকটি ধারাবাহিক হত্যার ঘটনার পর রাখাইন প্রদেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মিয়ানমারের কয়েকজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে মংডু এলাকায় সাতজন বৌদ্ধ ধর্মাবলম্বীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ অবস্থা বিবেচনায় নিয়ে বাংলাদেশের সাথে সীমান্তের কাছে মংডু ও বুথিডং সহ কয়েকটি শহরে নতুন করে শপাঁচেক সেনা মোতায়েন করা হয়েছে।
ফলে রাখাইন রাজ্যে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় আবারো সংঘাতের আশংকা দেখা দিয়েছে। জাতিসংঘ এ প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করে বলছে, সরকারের উচিত নিরাপত্তা বাহিনীর কার্যকলাপ নিয়ন্ত্রনে রাখা। উল্লেখ্য গত অক্টোবরে রাখাইন রাজ্যে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় একটি পুলিশ চৌকিতে হামলার ঘটনার পর রাখাইনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শত শত রোহিঙ্গা মুসলমানকে হত্যা করে মিয়ানমারের সেনারা। ফলে হাজার হাজার মুসলিম রোহিঙ্গা সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। সারা বিশ্বে তখন নিন্দার ঝড় উঠেছিল এই পৈচাশিকতার বিরুদ্ধে।