মার্কিন বিমান ঘাঁটিতে এ মাসেই হামলা চালাতে প্রস্তুত উত্তর কোরিয়া

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

উত্তর কোরিয়া বলছে তারা এমাসেই গুয়ামে অবস্থিত মার্কিন ঘাটিতে হামলা চালাতে প্রস্তুত। এই জন্য দেশটি গুয়ামে চারটি ক্ষেপনাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানা যায়, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন যদি এই পরিকল্পনা পাস করেন তাহলে হুয়াংসং-১২ নামের রকেট জাপানের ওপর দিয়ে গুয়াম থেকে ৩০ কিলোমিটার দূরে সাগরে গিয়ে পড়বে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে হুঁশিয়ার করে বলেছিলেন দেশটি যদি আবারো পারমানবিক হামলার হুমকি দেয় তাহলে সমুচিত জবাব দেওয়া হবে। ঠিক এই হুশিয়ারীর পর পরই উত্তর কোরিয়া গুয়ামে অবস্থিত মার্কিন সামরিক ঘাটিতে হামলা চালানোর হুমকি দেয়। পাল্টা জবাবে আমেরিকা বলছে, উত্তর কোরিয়া যদি এমনটি করে তাহলে তাদের শাসনক্ষমতা এখানেই শেষ হবে। এরপর থেকে নতুন করে উত্তেজনা শুরু হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে পিয়ংইয়ং যদি কোনো যুদ্ধে অবতীর্ণ হয় তাহলে দেশটির ওপর সর্বশক্তি প্রয়োগ করবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *