মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে বাংলাদেশিসহ চার শতাধিক গ্রেফতার

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী চারশতাদিক মানুষকে গ্রেফতার করেছে। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানা যায়, এদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের নাগরিক। আর কদিন বাদেই মালয়েশিয়ায় সাউথ-ইস্ট এশিয়ান গেমস শুরু হতে যাচ্ছে। আর সে জন্যই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জাল ভিসাসহ জাল পাসপোর্ট ও মালয়েশিয়ান ইমিগ্রেশনের ভূয়া ডকুমেন্ট উদ্ধার করেছে। এ অভিযান চালাতে গিয়ে পুলিশ বেশ কয়েকটি বাড়ীর দরজা ভেঙ্গে গ্রেপতারকৃতদের হাতকড়া পড়িয়ে নিয়ে গেছে। এদেরকে নিকটস্থ থানায় নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে। মুলত সিরিয়ায় সন্ত্রাসবাদের সাথে কেউ যুক্ত আছে কিনা এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।