গাজীপুরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ পাঁচ জন নিহত

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
গাজীপুরে মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যান ও লেগুনার সংঘর্ষে কলেজছাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়াও সাতজন গুরুতর আহত হয়েছেন। আজ দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সেখানকার হাইওয়ে পুলিশের ওসি আব্দুল হাই জানান, লেগুনাটি রাজেন্দ্রপুর থেকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তার দিকে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হলেন গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ি এলাকার শাহ জামালের মেয়ে সাদিয়া আফরিন রিমি (১৭), ভাওরাইদের ফরহাদ হোসেনের মেয়ে ফারহানা আক্তার শিখা (১৬) ও উত্তর সালনা এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে খাদিজা (১৬)। তারা তিনজনই গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। তারা কলেজ ছুটি শেষে বাড়ি যাচ্ছিলেন। নিহত অন্য দুইজন হলেন লেগুনা চালক ও অজ্ঞাত এক পুরুষ।