উপজেলা ছাত্রদলের নেতা হওয়ার জন্য মূত্র পরীক্ষা

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

উপজেলা ছাত্রদলের কমিটিতে স্থান পেতে মূত্র পরীক্ষা দিয়েছেন বেশ কয়েকজন ছাত্রনেতা। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। আজকাল অনেক নেতারাই ড্রাগ আসক্ত হওয়ায় মাদকাশক্তমুক্ত নেতৃত্ব নির্বাচনের জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, উপজেলা ছাত্রদলের কমিটিতে আসতে ইচ্ছুক জানিয়ে দরখাস্ত করেছিলেন যেসব ছাত্র নেতৃবৃন্দ, তাদের মধ্য থেকে আটজনের মূত্র পরীক্ষা করতে দেয়া হয়েছে। আর শুক্রবার ঢাকার একটি ক্লিনিকে এ পরীক্ষা করতে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিরাজুল ইসলাম। জানা যায়,  উপজেলা ছাত্রদলের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশীরা মূত্র পরীক্ষা করতে দিয়েছেন। সিরাজুল ইসলাম জানিয়েছেন আগামী দিনে যারা ছাত্রদলকে নেতৃত্ব দিবে তারা যেন মাদকাশক্ত মুক্ত হয়। সিরাজুল ইসলাম জানিয়েছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্যের পরামর্শে এই ব্যবস্থা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *