রাজধানীর রামপুরায় নিহত লাইলী বেগমের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানীর রামপুরায় নিহত লাইলী বেগমের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছেন ময়না তদন্তকারী চিকিৎসক। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে লাইলীর ময়না তদন্ত সম্পূর্ন হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ জানিয়েছেন, লাইলীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার গলায়ও কালো দাগ রয়েছে। তবে আরও কিছু পরীক্ষা রয়েছে যা সম্পূর্ন হওয়ার পর জানা যাবে মৃত্যুর বিষয়টি হত্যা না আত্নহত্যা।

দক্ষিণ বনশ্রীর সাবেক কাস্টমস কর্মকর্তা মাইনুদ্দিন মুন্সির বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে শুক্রবার সকালে গৃহকর্মী লাইলী বেগমের লাশ উদ্ধার করা হয়। এ হত্যার খবর লাইলী বেগম যে বস্তিতে থাকতো সেখানে পৌছিলে ওই বস্তিসহ আশে-পাশের বস্তি থেকে লোকজন এসে ওই বাড়ীতে হামলা ও ভংগচূড় চালায়। এসময় ভিক্ষুদ্ধ লোকজন ও পুলিশের মধ্য দাওয়া-পাল্টা দাওয়া হয়। এ ঘটনায় পুলিশ ও নিহতের পক্ষ থেকে দুটি মামলা হয়।