দুবাইয়ের ৮৬ তলা মেরিনা টর্চ টাওয়ারে আগুন
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
৮৬ তলা বিশিষ্ট দুবাইয়ের মেরিনা টর্চ আবাসিক টাওয়ারে আগুন লেগে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্য রাতে এ আগুনের সূত্রপাত হয়। দ্রুত সেই আগুন বহুতলের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দলকল ও পুলিশবাহিনী।
গভীর রাতেই বহুতলের বাসিন্দাদের বাইরে নিয়ে আসা হয়। এই ঘটনায় কোনও প্রাণহানি না হলেও ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন অনেকে। দমকল বাহিনী প্রায় দু’ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। আপাততঃ ভবনটি বাসিন্দাদের জন্য বন্ধ রাখা হয়েছে। কিছু বাসিন্দাদের অপর একটি বহুতল ভবনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসেও এই বহুতল ভবনে একবার আগুন লেগেছিল।