আপিল বিভাগের নিশেধাজ্ঞা, আটকে গেল ঢাবি ভিসি নিয়োগ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

আপিল বিভাগের নিষেধাজ্ঞার কারনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ আটকে গেল। আজ প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ নিষেধাজ্ঞা দেয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ভিসি নির্বাচনের লক্ষ্যে সিনেট কর্তৃক তিন জনকে মনোনীত করে যে প্রস্তাব চূড়ান্ত করেছিল তা স্থগিত করেছে।

আপিল বিভাগ একই সঙ্গে সিনেট গঠন না করে ভিসি প্যানেল নির্বাচনের জন্য সে সভা ডাকা হয়েছিল তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এ সংক্রান্ত রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার জন্য নির্দেশ দিয়েছে। এর আগে হাইকোর্ট ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সিনেট সভা ঢাকা স্থগিত করে দিলে আপিল বিভাগের চেম্বার জজ তা স্থগিত করে দেয়। তারপর ২৯শে জুলাই সিনেটের এক সভায় ৩ জনের ভিসি প্যানেল মনোনিত করা হয়। আজ আপিল বিভাগ এক আদেশে ঔ সভার কার্যক্রম স্থগিত ঘোষনা করে। আদালতে আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ঢাবির পক্ষে আব্দুল মতিন খসরু শোনানি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *