অবশেষে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম

স্পোর্টস ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ক্রিকেট অস্ট্রেলিয়া ও খেলোয়ারদের মধ্য খেলোয়ারদের বেতন-ভাতা নিয়ে যে জটিলতা তৈরী হয়েছিলে তা নিরসনে উভয়পক্ষ একমত হওয়ায় অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরের বাধা কেটেছে। আজ সকালে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ফলে অস্ট্রেলিয়া ক্রিকেট দল নির্ধারিত সময়েই বাংলাদেশ সফর আসছে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে।।

অস্ট্রেলিয়া ক্রিকেট দল নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৮ই অগাস্ট বাংলাদেশ পৌঁছানোর কথা রয়েছে। সফরে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে দুইটি টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।