পদ্মা সেতু দুর্নীতির অভিযোগের নেপথ্যেদের বিরুদ্ধে কমিশন গঠন না করায় হাইকোর্টের ক্ষোভ

নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
হাইকোর্ট পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কল্পিত অভিযোগ তোলে যারা প্রকল্পকে বাধাগ্রস্ত করেছে তাদের খুঁজে বের করতে এখন পর্যন্ত কমিশন গঠন না করায় ক্ষোভ প্রকাশ করেছে। গত ফেব্রুয়ারি মাসে হাইকোর্ট এ কমিশন গঠন করতে আদেশ দিয়েছিল। এখনো কমিশন গঠন না করায় হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস বিশ্বাস জানান, এ অল্প সময়ের মধ্যে কমিশন গঠন করা সম্ভব হয়নি। তিনি আবারো সময়ের আবেদন করেন। আদালত তাকে প্রশ্ন করে, একটি কমিশন গঠন করতে কত দিন লাগে? ছয় মাসেও কি এ কমিশন করা সম্ভব নয়? আজ এ আদালত, ৩১শে আগস্টের মধ্য এ কমিশন গঠন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে আদেশ দেয়। আজ বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।