বিশিষ্ট শিল্পপতি হারুনার রশীদ খান মুন্নু আর নেই
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হারুনার রশীদ খান মুন্নু আজ ভোরে মানিকগঞ্জে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে ……)। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টসহ বার্ধক্য জনিত নানারোগে ভুগছিলেন। তার মৃত্যুতে মানিকগঞ্জে শোকের ছায়া নেমে আসে।
হারুনার রশীদ খান মুন্নু একজন রাজনীতিবিদ, সংসদ সদস্য, ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন। তিনি সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ছিলেন। তিনি মানিকগঞ্জ জেলার বিএনপির সাবেক সভাপতি ছিলেন। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ৯৬ সালের নির্বাচনে জয়ের ধারাবাহিকতা ধরে রাখেন। ২০০১ সালের নির্বাচনে তিনি একসঙ্গে মানিকগঞ্জ-২ আসন ও মানিকগঞ্জ-৩ আসনে জয়লাভ করেন।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে তার শৈশব-কৈশর কাটে। ১৯৫২ সালে ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে বাণিজ্য শাখায় প্রথম বিভাগ পেয়ে ম্যাট্রিক পাস করেন। এরপর তিনি ঢাকার জগন্নাথ কলেজে ভর্তি হন ও সেখান থেকে ১৯৫৪ সালে বাণিজ্য বিভাগে এইচএসসি পাস করেন।