জোড়া শিশু তোফা ও তহুরাকে আলাদা করার অপারেশন চলছে

অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম

দশমাস আগে জন্ম নেয়া জোড়া লাগানো শিশুদ্বয়কে আলাদা করার অপারেশন চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। জোড়া লাগা এই শিশু দুটির মাথা, হাত-পা, সবই আলাদা। কিন্তু দুজনের পায়ুপথ একটি। আজ সকাল ৯টা থেকে অপারেশন চলছে। অপারেশন শেষ হতে সময় লাগবে ছয় ঘন্টা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আশরাফুল হক কাজল জানান, সকাল নটার দিকে তাদের অজ্ঞান করা হয়েছে। এই অস্ত্রোপচার কতটা ঝুঁকিপূর্ণ জানতে চাইলে অধ্যাপক আশরাফুল হক বলেন, “মৃত্যুর আশংকা করা হচ্ছে না। তবে যেহেতু নিচের দিকে মেরুদণ্ড লাগানো সেক্ষেত্রে খুব জটিল ধরনের অপারেশন। একটু এদিক সেদিক হলে সারাজীবন পায়ুপথের সংকট থেকে যেতে পারে। তবে আমরা আশাবাদী যে, অস্ত্রোপচার সফল হলে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে জীবন যাপন সম্ভব”।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় তোফা ও তহুরার এই‌ শারীরিক অবস্থাকে বলা হয় ‘পাইগোপেগাস। এধরনের শিশুদের ক্ষেত্রে পশ্চাদ্দেশ জোড়া লাগানো থাকে। চিকিৎসকরা জানান বাংলাদেশের ইতিহাসে ‘পাইগোপেগাস’ শিশু আলাদা করার ঘটনা এটাই প্রথম। সূত্রঃবিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *