বাড্ডায় তিন বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগে একজন আটক
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ধারনা করছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ জলিল জানান, রোববার রাতে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে একটি ঘরের পাশে থাকা বাথরুম থেকে তানহা নামে শিশুটির মরদেহ তারা উদ্ধার করা হয়। এই ঘটনায় শিপন নামে এক ব্যক্তিকে আজ সোমবার গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।
ঘটনার সময় শিশুটির বাবা তার কর্মস্থলে ছিল। তার মা বাসায় ছিল। বিকালে শিশুটি বাইরে খেলতে যায়। সন্ধ্যার পর প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে মেয়েটিকে বাথরুম থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।