নিন্ম আদালতের বিচারকদের চাকরি বিধির খসড়া গ্রহণ করেনি আপিল বিভাগ
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালার খসড়া গ্রহণ করেনি। প্রধান বিচারপতি এসকে সিনহা বলেন, আমার সঙ্গে আলোচনা করে আইনমন্ত্রী খসড়ার বিভিন্ন ধারার অসংগতি তুলে ধরে বলেছিলেন, এসব দূর করা হবে। প্রধান বিচারপতি বলেন, মন্ত্রণালয়ের প্রণীত এই খসড়ায় সেগুলোর প্রতিফলন দেখা যাচ্ছেনা। আইনমন্ত্রী আনিসুল হক গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাত করে এই খসড়া হস্তান্তর করেন।
প্রধান বিচারপতি আজ এ সংক্রান্ত মামলার শুনানিকালে অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে এসব কথা বলেন। এছাড়াও তিনি অ্যাটর্নি জেনারেলকে খসড়া নিয়ে আইনমন্ত্রী, আপিল বিভাগের বিচারপতিগণ, অ্যাটর্নি জেনারেল এবং ড্রাফটিং উইংয়ের কর্মকর্তাদের নিয়ে চলতি সপ্তাহের যেকোনো দিন বৈঠকে বসার জন্য বলেছেন।