জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলায় চার সাক্ষীকে জেরা করেতে পারবেন খালেদা জিয়ার আইনজীবীরা
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতি মামলায় চার সাক্ষীকে জেরা করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আজ এ সংক্রান্ত এক আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। ফলে বিএনপি চেয়ারপারসনের আইনজীবীরা ওই চারজন সাক্ষীকে জেরা করতে পারবেন। আজ এই আদেশটি প্রদান করেন বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা গত ২১ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় চার সাক্ষীকে নতুন করে জেরার অনুমতি চেয়ে রিভিশন মামলা দায়ের করেন।